Masud Rana - Duronto koishor

দুরন্ত কৈশর – মাসুদ রানা – কাজী আনোয়ার হোসেন (Duronto Koishor – Masud Rana – Kazi Anwar Hossain)

একটু চোখ বুলিয়ে নিন

আবার মাসুদ রানা সিরিজের ভূমিকা লিখতে বসলাম । প্রথমবার
লিখেছিলাম ধ্বংস-পাহাড় বইয়ের শুরুতে । মাঝে কেটে গেছে
পঞ্চাশটি বছর । রীতিমত বিস্ময়কর একটা ব্যাপার । কারণ তখন
ভাবতে পারিনি এত দীর্ঘ সময় চলবে এই সিরিজ প্রথমটার পর
দ্বিতীয় বই আদৌ লিখতে পারব কি না, পাঠক রানাকে নিয়ে আর
কোনও বই চাইবেন কি না-তা-ই নিশ্চিত ছিলাম না। কিন্তু
শুধু আন্তরিক কৃতজ্ঞতাই জানাতে পারি।

আজ লিখতে বসে খুব মনে পড়ছে বন্ধুবর মাহবুব আমিনের
কথা । তার উৎসাহেই লেখা হয়েছিল রানার প্রথম বইটি । আমার
লেখা কুয়াশা সিরিজের প্রথম তিনটি বই পড়তে দিয়েছিলাম
তাঁকে, আমি লেখালেখি করি শুনে তিনিই চেয়ে নিয়েছিলেন।
তিনি সে-সময়ে লাহোরের আরজিএ ট্র্যানজিস্টার রেডিও
কোম্পানির কা শাখার ম্যানেজার । পরদিন ফোন পেয়ে তার
অফিসে গেলাম । মনে আশা, খুব প্রশংসা করবেন বুঝি । কিম্ত চা
খাওয়ার ফাকে তিনি যা বললেন তাতে একেবারে হকচকিয়ে
গেলাম । বললেন–মন্দ না, ভালই । তবে পড়ে বোঝা খায়,
আধুনিক রহস্য-সাহিত্য সম্পর্কে আপনার কোনও ধারণাই নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top