Eat That Frog by Brian Tracy

ইট দ্যাট ফ্রগ! – ব্রায়ান ট্রেসি (Eat That Frog by Brian Tracy)

একটু চোখ বুলিয়ে নিন

একটি চমৎকার সময়ে আমরা বেঁচে আছি। লক্ষ্য অর্জনের এত সম্ভাবনা, এত সুমোগ আজকের গত আর কখনও ছিল না। মানব ইতিহাসে কখনও কাউকে এভানে আর এত বিকল্পে ডুবে থাকতে হয়নি । বাস্তবে এত এত ভালো কাজ রয়েছে_-করে দেখানোর এবং এসব করার যোগ্যতাও আপনার রয়েছে । আপনি এসব করতে পারছেন তো? আপনি হয়ত অন্যদের গত হতবিহবল হয়ে ভাবছেন যে, এত কিছু করার ‘আছে কিন্তু সময় তো নেই । আপনি এগুলো সম্পাদনে যুদ্ধ করে যাচ্ছেন,
নন্ুন নতুন কাজ ও দায়িতু প্রোতের মত আপনার সামনে ঘুরছে । আসলে ‘আপনি কখনও সবকিছু করতে পারবেন না। আপনি কখনও এগুলোর
নাগাল পাবেন না। আপনার কাজ ও দায়িত্ব পিছনে পড়ে যাবে এবং সম্ভবত অনেকই । এসব কারণে প্রতিটি মুহূর্তে সবচেয়ে গুরুতৃপূর্ণ কাজটি বেছে
নেওয়া, তারপর তা শরু করা এবং দ্রুত ও ভালোভাবে তা করতে পারার ক্ষমতা, আপনার অন্য যেকোনও গুণাবলি বা দক্ষতার চেয়ে সফলতার ওপর
সনচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। একজন সাধারণ মানুষও যদি নিজের গুরুতৃপূর্ণ কাজ যেগুলোকে প্রাধান্য দেওয়া দরকার সেগুলো ঠিক করে নিতে এবং দ্রুত সম্পন্ন করতে অভ্যস্ত হয়ে যায় তবে সে একজন জিনিয়াস যে বেশি কথা বলে, চমতকার প্লান করে কিন্তু খুব কমই তা বাস্তবায়ন করতে পারে তার থেকে অনেক আগেই
বৃত্তে ঘোরা সম্পন করতে পারে । যুগ যুগ ধরে একটি কথা চলে আসছে যে, প্রতিদিন সকালে আপনি যদি প্রথম কাজ হিসেবে একটি জীবন্ত ব্যাঙ খেতে
পারেন তবে আপনার সারা দিন কাটবে এ বিশ্বাস নিয়ে যে, সারাদিনে সবচেয়ে খারাপ কাজ যা হওয়ার ছিল তা সম্পন্ন হয়ে গেছে।

লেখক পরিচিতি


বায়ান ট্রেসি একজন প্রফেশনাল স্পিকার, ট্রেনার এবং কনসালট্যান্ট এবং একটি ট্রেনিং ও কন্সাল্টিং ফার্মের চেয়ারম্যান । তিনি একজন সেলফ মেইড মিলিয়নিয়ার | ব্রায়ান কঠিন সংগ্রাম করে জীবনের শিক্ষা নিয়েছেন। গ্রাজুয়েশন না নিয়েই তিনি হাইস্কুল ছেড়েছেন এবং একজন শ্রমিক হিসেবে খনন করেছেন এবং কারখানায় কাজ করেছেন । বিশের মাঝামাঝি বয়সে তিনি একজন সেলসম্যান হিসেবে কাজ শুবু করেন এবং বিজনেস ওয়ান্ডে উপরে উঠতে শুরু করেন। বছর বছর তিনি প্রাপ্ত প্রতিটি আইডিয়া, মেথড এবং টেকনিক স্টাডি করেছেন এবং প্রয়োগ করেছেন। তিনি ২৬৫ মিলিয়ন ডলার কোম্পানির চিফ অপারেটিং অফিসার পদে উন্নীত হন।
৩০ বছর বয়সে তিনি ইউনিভার্সিটি অব এলবার্টা-তে ভর্তি হোন এবং ব্যাচেলর অব কমার্স ডিগ্রি লাভ করেন তারপর কলামিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে তিনি এডমিনিস্ট্রেশন ত্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স ডিথি লাভ করেন৷ এসব বছরে তিনি ২২টি ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করেন। ১৯৮১ সাল থেকে তিনি তাঁর সফলতার নীতিগুলো সারা দেশে বিভিন্ন আলোচনাসভা ও সেমিনারে প্রদান করতে থাকেন। তাঁর বই, অডিও প্রোগ্রাম এবং ভিডিও সেমিনার ২০ টি ভিন্ন ভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং ৩৮ টি দেশে ব্যবহৃত হচ্ছে। ব্রায়ানের একটি ফোকাস ছিল। তিনি বিশ্বাস করতেন এভারেজ ও এভারেজের ওপরের মানুষগুলোর প্রচুর
সম্ভাবনা রয়েছে। তিনি বিশ্বাস করতেন যে কেউ অনেক দ্রুত তার গোলের দিকে যেতে পারে যদি সে প্রধান মেথড, টেকনিক এবং স্ট্রাটেজিগুলো পড়ে প্রাকটিস করতে থাকে _যার মাধ্যমে অন্য সফল ব্যক্তিরা অনেকদূর চলে গেছে । ব্রায়ান যখন থেকে প্রফেশনাল স্পিকার হিসেবে কাজ শুরু করেছেন তারপর তাঁর আইডিয়া ২৩টি দেশের ২ মিলিয়ন মানুষের সম্তো শেয়ার করেছেন। তিনি ৫০০ টি কোম্পানির কনসালট্যান্ট ও ট্রেনার হিসেবে কাজ করেছেন। তিনি অসংখ্য মানুষকে হতাশা ও কম অর্জন থেকে সমৃদ্ধি ও সফলতার পথে নিয়ে গিয়েছেন | বায়ান নিজেকে একজন Eclectic Reader (সারগ্রাহী পাঠক)’ মনে করেন । তিনি নিজেকে একাডেমিক গবেষক মনে করেন না, মনে করেন তথোর একজন সংগ্রাহক । প্রতি বছর তিনি শত শত ঘণ্টা ব্যয় করেন বিভিন্ন ধরনের নিউজপেপার, ম্যাগাজিন, বই ও অন্যান্য উপকরণ পড়ার কাজে। অধিকন্তু তিনি অসংখ্য ঘণ্টা জুড়ে অডিও প্রোগ্রাম শোনেন, সেমিনারে অংশগ্রহণ করেন, নিজের আগ্রহের বিষয়ে অসংখ্য ভিডিও টেপ
দেখেন। রেডিও, টেলিভিশন ও অন্যান্য মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য তাঁর নলেজ বেসে আরও সংযোজন করে যাচ্ছে। ব্রায়ান নিজের ও অন্যের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত আইডিয়া ও তথ্যকে শোষণ করে নেন এবং এগুলোকে নিজের অভিজ্ঞতায় স্থাপন করেন। তিনি ডজন খানেক বইয়ের বেস্ট সেলিং লেখক । তাঁর মধ্যে আছে Maximum Achievement, Advanced Selling Strategies, The 100 Absolute Unbreakable Laws of Business Success ইত্যাদি । তিনি ৩০০ এর অধিক অডিও ও ভিডিও লার্নিং প্রোথ্াম লিখেছেন এবং প্রযোজনা করেছেন -__ যেগুলো ২০ টির বেশি ভাষায় ও ৩৫ টি দেশে শেখানো হচ্ছে। ব্রায়ন বিবাহিত জীবনে সুখী । তাঁর চারটি সন্তান রয়েছে । সান ডিয়াগর একটি গলফ কোর্সে তিনি বাস করেন। বছরে ১০০ বারেরও বেশি তিনি ভ্রমণ করেন এবং ভাষণ দেন এবং ১৭টি দেশে তাঁর ব্যবসা আছে। সফলতা ও অর্জনের দিক দিয়ে তাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় হিসেবে বিবেচনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top