একটু চোখ বুলিয়ে নিন
মাঝরাত হতে আর এক ঘন্টা।
আধারে মিশে রাস্তার এক ধারে দীড়িয়ে রয়েছে পুজো গাড়িটা । গাড়ির ভেতর
ওরা কোন শব্দ করছে না, নজর রাখছে বাংলোটার ওপর । রাজধানীর অন্যান
এলাকার সত এই উত্তর পাও লাইটপোসগুলোয় কোন আলো জুলছোমা। ফুটপাথে
কোন পথিক নেই, অন্য কোন গাড়িও নেই । রাস্তার দু’ধারে প্রতিটি বাড়ির জানাল –
দরজা বন্ধ। কোথাও কিছু নড়ছে না, সব একদম স্থির । এ যেন একটা মৃত নগরী
অসহায় মানুষ যে-যার ঘরে কন্দী। অর্সীম ক্ষমতার অধিকারী সিক্রেট পুলিস কখন কোন
বাড়িতে দেবে কেউ তে রানা রগ েকে হয় তাদের অভিযান
যে-কোন বাড়িতে ঢুকে কোন কারণ ছাড়াই যাকে খুশি গ্রেফতার করতে পারে তারা
কেউ বাধা দিলে তাকেও ধরে নিয়ে যাওয়া হয়–ওরা আর কোন দিন ফিরে আসে না
এমনকি লাশও ফেরত দেয়া হয়’না। এখানেই শেষ নয়, হস্তা না ঘুরতেই আবার হান,
দেয় বাড়িটায়, এবার বাড়ির বউ-ঝির সর্বনাশ করার পালা । বাধা না দিলে শুধু সম্ভ্রম
হারায় মেয়েব্রা, আর বাধা দিলে শ্লীলতাহানির পর প্রিয়জনদের সামনে জবাই করা হয়।
অবিশ্বাস্য. হলেও সত্যি, গত কয়েক বছর ধরে মুসলমানদের ওপর এই’বর্বর অত্যাচার
চালানো হচ্ছে! কেউ নেই বাধা দেয় বা প্রতিবাদ করে।
পুজো গাড়িটা এসেছো দশটা বেজে এক মিনিটে । আকাশে তখন চাদ দেখা
যাচ্ছিল, এখন সেটা মেঘের আড়ালে ঢাকা পড়েছে ।
অপেক্ষার সময়টা পুর এক প্যাকেট সিগারেট ধংস করল ওরা তিনজন | গাড়ির
মেঝেতে সিগারেটের ₹শ আর ছাই ছুড়িয়ে রয়েছে। স্থানীয় সন্তা সিগারেট নয়,
ইশ পেয়ার হেড অভস্টিসিকিউররিটা মেজর গনি বিদোধ ুপারিশে
ফিলিপস টেপ রেকর্ডার, ফরাসী সেন্ট, র্যাক আ্যান্ড হোয়াইট হুইস্কি সঙ্গে
আমদানী করা হয়েছে ওগুলো, শুধু সিক্রেট পুলিস বাহিনীর লোকজন ব্যবহার করবে৷
সম্প্রতি নিজের জন্যে সে একটা লাল মার্সিডিজ ঘ্রী-হানড্রেড জানিয়েছে, শুন্ক ছাড়াই ।
ওয়েস্টব্যান্ড থেকে বড়সড় ব্রাউনিং অটোমেটিক পিস্তলটা হাতে নিয়ে দরজ্জা খুলল
ড্রাইভার। তার পিছু পিছু আরোহী দু’জনও নেমে এল রাস্তায় । সবার পরনে কালো
স্ুট, ইউনিফর্ম নয়, যেন কোন পার্টিতে ঘাচ্ছে।
কিছুক্ষণ গাড়িটার পাশে দীড়িয়ে রাস্তার দু’দিক দেখে নিল তারা । আশপাশের
সবগুলো বাড়ি-ঘরের জানালা দরজা বন্ধ হলেও দু’একটা বাড়ির ভেতর আলো
জুলছে। “এত রাতে আলো জুলছে কেন?’ ড্রাইভার জিজ্ঞেস করল, সেই ওদের
লিডার। ‘নম্বরগুলো টুকে রাখো, একজন সহকারীকে নির্দেশ দিল সে। ‘পরে তদন্ত
করা হবে।’ তদন্তে যদি দেখা যায় বাড়ির বাসিন্দারা মুসলমান, তাদের বিরুদ্ধে
অভিযোগ আনা হবে: গভীর রাতে সরকারকে উত্খাত করার জন্যে গোপন শ্নীটিঃ