বেদুঈন কন্যা – মাসুদ রানা – কাজী আনোয়ার হোসেন (Beduin Konya – Masud Rana By Kazi Anwar Hossain)

একটু চোখ বুলিয়ে নিন

লন্ড ॥

সময়টা সন্ধ্যারাত । হিলটন ইন্টারন্যাশনাল-এর আটতলা ।
রেড কার্পেট রেস্তোরা জ্যান্ড বার ।
পেন্ডিং ফাইল পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছে মাসুদ রানা ।
ভাবল, যাই, দু’-ঢোক হুইস্কি গিলে একটু ঝরঝরে হয়ে আসি ।

চার ফ্লোর লীচে নেমে ঢুকে পড়ল রেড কার্পেট বার-এ ।
ভিতরে বেশ ভিড় দেখে একটু আঅবাকই হলো ও । বার-এর সামলে
একটা গদিমোড়া সুদৃশ্য টুলে বসল ।

মিনিট বিশেক পর হুইস্কির বিল মেটাল ও, টুল ছেড়ে সুইং
ডোর-এর দিকে হাটছে ৷ ঠিক এমনি সময় একটি নারীকণ্ঠ ওর
কানে যেল মধুবর্ষণ করল, মনে হলো উচ্ছ্বাসে অধীর হয়ে
অকস্মাৎ কোনও কোকিল গেয়ে উঠেছে । গলাটা এতই মিষ্টি যে,
থেমে গেল ওর পা দুটো ।

স্টেজ-এর দিকে ঘাড় ফেরাল রালা ।

অমনি মেয়েটির সঙ্গে চোখাচোখি হয়ে গেল ওর ।

যেন মস্ত বড় কোনও শিল্পী মনের মাধুরী মিশিয়ে ক্যানভাসে
এঁকেছে উদ্ভিন্মযৌবনা, অপরূপ এক রমণীকে | তার চোখ-জুড়ানো
দেহসৌষ্ঠব চুম্বকের মত ধরে রাখল ওর দৃষ্টি ৷ গায়ের রঙের সঙ্গে
ম্যাচ করা গোলাপি সিন্কের ঢোলা পাঘরা পরেছে সুন্দরী ৷ কাধের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top