বাঘের খাঁচা – মাসুদ রানা – কাজী আনোয়ার হোসেন (Bagher Kacha – Masud Rana By Kazi Anwar Hossain)

একটু চোখ বুলিয়ে নিন

মনটা যেন ময়ূর, সে-মযুর পেখম তুলে নাচছে।

এই উল্লাস আর পুলক অকারণ নয়। দীর্ঘ বহু বছর শিকল
ভাঙার পরম যে আকাঙ্কাটি সুপ্ত ছিল অন্তরে, সেটি এতদিনে পূরণ
করতে পেরেছে সে, নিজেকে তাই নোঙর ছেড়া তরী বা সুতো
কাটা ঘুড়ির মত লাগছে, পুরোপুরি ‘লক্ষ্মীছাড়া হতে পেরেছি’ ভেবে
আনন্দে আত্মহারা ৷ লক্ষ্মীছাড়া হওয়া নিষিদ্ধ, কিন্ত নিষেধের বেড়া

লক্ষমীছাড়া মাসুদ রানা এখন নিজেকে নিয়ে কি করবে তাই
ভেবে দিশেহারা ।

ইচ্ছা জাগলেও, কাচাপাকা দুই ভুরুর নিচে তীক্ষ দুটি চোখের
সজাগ, সতর্ক দৃষ্টি যে ওকে সারাক্ষণ নজরবন্দী করে রাখে, তা
যত দূরেই যাক, কঠিনকোমল একজোড়া চোখ ওকে অনুক্ষণ যেন
যাচ্ছে বা কোথায় ওকে পাওয়া যাবে। দেই অলজ্নীয় নিয়ম
ভেঙেছে ও, ভেঙেছে পিতৃপ্রতিম প্রবাদপুরুষটির মুহূর্তের দুর্বলতা
বা অসাবধানতার সুযোগে ।

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ণ) রাহাত খানের নির্দেশেই
মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল । রুটিন চেক-আপ ধরে নিয়ে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top