একটু চোখ বুলিয়ে নিন
মগবাজারের এই ফ্ল্যাটবাড়ি একটা সেফহাউসেব মতই নিরাপদ:
চর্মচক্ষুও কয়েক জোড়া ।
সকাল, নণ্টা বাজতে বিশ মিনিট বক ‘ বাংলাদেশ কাউন্টার
ইন্টেলিজেনস-এর অন্যতম দুর্ধর্ষ স্পাই মাসুদ বানা অফিসে যাবার
প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে । ড্রেসিং টেবিলের সামনে দাড়িয়ে
কয়েক সেকেন্ড নিজের দিকে অপলক তাকিয়ে থাকার পর ভাবছে,
একেই কি নার্সিসিজম বলে?
হাসতে গিয়ে বাধা পেল রানা । ঘিয়ে রঙের টেলিফোন বেজে
উঠল, একই সঙ্গে জ্যান্ত হয়ে উঠল ক্লোজ-সার্কিট টেলিভিশনটা।
ক্রেডল থেকে রিসিভার তোলার সময় চোখ চলে এলো টিভির
স্্রীনে। আ্যাপার্টমেন্ট ভবনের গ্রিল দেয়া লোহার গেট বন্ধ, বাইরে
দাড়িয়ে রয়েছে ছোট. পুরনো একটা অস্টিন। গাড়ির ভেতর কে
বাকারা আছে বোঝা যাচ্ছে না । গার্ডহাউসের জানালা দিয়ে মাথা
সঙ্গ্রে কথা বলছে। অপর গার্ডটাকে দেখা যাচ্ছে না, তবে
গার্ডহাউসের ভেতর থেকে সে-ই ফোন করেছে রানাকে “সার,
এক বিদেশী ভদ্রমহিলা, বলল সে। “আপনার সঙ্গে দেখা করতে
চাইছেন । খুব নাকি জরুরী ।’
“নাম বলেছেন?” জিজ্ঞেস করল রানা-কিছুটা বিরক্ত. কিছুটা