একটু চোখ বুলিয়ে নিন
গ্লাসের সাথে বোতলের মুদু ঠোকাঠুকি | চাপা শুজন। হঠাৎ একটু জোরে ‘ওহ্
বিদার সার যে ঘা “যহি দ্টু। চুড়ির টুং টাং। শিফনের কোল,
খসখস। রিনিঝিনি হাসি । খুটু করে লাইটার জালার শব্দ | বয়-বেয়ারাদের দ্রুত
পদচারণা । গিটারের সুরের তালে তাল মিলিয়ে টেবিলে আঙুল ঠুকে কে যেন.
তুবলা বাজাচ্ছিল, হঠাৎ থেমে গেল সে। সামান্য উত্তেজিত গলায় কে যেন কাকে
কি বোঝাচ্ছে ।প্িগারেটের ধোয়ায় ভরে গেছে রোস্তোরাটা
. সন্ধ্যা লেগেছে মাত্র । বাইরে নিয়ন বাতির আলোয় ঝলমল ঢাকা শহর।
মগরাজার। অভিজ্ঞাত এক রেস্তোরা । ভেতরের আকৃতি ডিমের মত গোল।
দেয়ালে লাল আর হলুদ রঙের নকশা ! নকশার ফাকে ফাকে কাঠের ওপর খোদাই
ক্রিক করে শব্দ হলো । খুলে গেছে দরজা । .
,. দৃঢ় পায়ে চৌকাঠ পেরিয়ে রেস্তোরার ভেতর ঢুকল যুবক দু’পা এগিয়ে
দীড়িয়ে পড়ল । চোখে তীক্ষ, অন্তর্ডেদী, সতর্ক দৃষ্টি । ধীরে ধীরে উঠে এসে কোমরে
ঠেকল আস্তিন গুটানো দুই হাত। ..ত
ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে লোকজন। চমকে উঠে স্থির হয়ে যাচ্ছে চোখ-.
ইশারায় বা বুড়ো আঙুল একটু বাকা করে যুবকের দিকে সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করছে
নিঃশব্দে । প্রায় সবাই চুপ করে গেছে, চাপা গলায় ফিসফাস করছে দু’একজন।
কেউ সরাসরি, কেউ আড়চোখে, কেউ কোন এক ফাকে চু করে তাকাচ্ছে ওর
| মর . ,