একটু চোখ বুলিয়ে নিন
অপর গাড়িটা মার্সিডিজ, শামুকের মত ধীরগতিতে এল । গাঢ় রঙ:
কালো হতে পারে, কিংবা নীল। কোস্টাল হাইওয়ে ছেড়ে সরু
পথটার ওপর নামল । এদিকেই আসছে।
একটা ঝোপের পিছনে রয়েছে ভাড়া করা সিমকা । দ্বিতীয় গাড়িটা
ওর পিছু নিয়ে এসেছে, তা নাও হতে পারে । রোডস টাউন ছাড়ার
পর সতর্ক ছিল ও. পিছনে ফেউ লাগার কোন লক্ষণ চোখে
পড়েনি। ভোর রাতে রওনা হয়েছে ও, আলো ফোটার আগেই
পৌছে গেছে নির্জন পাহাড়ে। তবু, জোর করে কিছু বলা যায় না।
তবে পিছু নিয়ে কেউ এসে থাকলেও, এখানে ওকে দেখতে পাবে
না।
নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল রানা, একটা চোখ থাকল
গাড়িটার দিকে । সিমকা থেকে নামাল রাবারের ভেলা, ডাইভিং
ইকুইপমেন্ট আর দশঘোড়ার একটা আউটবোর্ড।
মার্সিডিজ থামল না, তবে হেডলাইট নিভে গেল। দ্বীপের ওপর
আকাশ প্রতি মুহূর্তে পরিষ্কার হয়ে উঠছে। এঞ্সিনের কোন শব্দ