বিষাক্ত থাবা – মাসুদ রানা – কাজী আনোয়ার হোসেন (Bishakto thaba – Masud Rana By Kazi Anwar Hossain)

একটু চোখ বুলিয়ে নিন

আগুনে-কমলা রঙা সিঁদুরে মেঘের অদ্ভুত আভায় হাসছে ঘোলা
টেমস। রাজ্যের জঞ্জাল আর ফেনা বুকে নিয়ে কল্কল্‌ ছল্ছল্‌
শব্দে ছুটে চলেছে মোহনার দিকে । হারবারে গিজগিজ করছে
অসংখ্য ছোট-বড় নৌ যান, অন্যদের সতর্ক করতে থেকে থেকে
ভেঁপু বাজাচ্ছে। দু’তীরের দালানকোঠায় বাড়ি খেয়ে চড়া, ভরাট
প্রতিধ্বনি তুলছে সে আওয়াজ । চমকে উঠে দিক বদল করছে
উড়ন্ত সী গাল, সামলে নিয়ে প্রপেলারের আঘাতে আলোড়িত
পানিতে তীক্ষু দৃষ্টি বোলাচ্ছে। সুযোগ বুঝে ঝাঁপ দিচ্ছে, পরক্ষণে
উঠে পড়ছে মাছ নিয়ে আগুনে পা মাছ ছটকট করছে ওদের

  1. ,
    আকাশে রঙের উজ্জ্বলতা ক্রমে বাড়ছে। কমলা বিদেয়
    নিয়েছে, এখন আছে কেবল আগুন রং। তার আভ্ডায় মনে হচ্ছে
    চারদিকের সবকিছুতে আগুন ধরে গেছে বুঝি ।
    ব্রানা এজেলি। লন্ডন। –
    অফিস রূমের জানালার ভারী কার্টেন সরিয়ে পোর্টের দিকে
    তাকিয়ে আছে মাসুদ রানা! কারও অপেক্ষায় আছে। চিন্তায় ডুবে
    আছে। প্রায় চার মাস হতে চলেছে দেশছাড়া .ও। জটিল এক
    আাসাইনমেন্ট নিয়ে ইওরোপের কয়েকটা দেশে ছুটে বেড়াতে
    হয়েছে এতদিন! কাজ শেষ হতে ক’দিন আগে এখানে এসেছিল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top