একটু চোখ বুলিয়ে নিন
নিজের অফিসে বসে একটু একটু ঘামছে শায়লা শারমিন ৷ তার
ব্লাড প্রেশার এখন একটু বেশি । গলাটাও শুকিয়ে যাচ্ছে । এ-সবই
মাত্রা ছাড়ানো কৌতুহল ও উত্তেজনার ফল ।
মায়ানমার, রাজধানী ইয়াংগন । ইসলামাবাদ টাওয়ার ।
বিকেল চারটে ।
আটতলা এই টাওয়ারের উপরের দুটো ফ্লোর নিয়ে পাকিস্তান
কাউন্টার ইন্টেলিজেন্স-এর আঞ্চলিক হেডকোয়ার্টার |
কান খাড়া হয়ে আছে শারমিনের । বারবার দৃষ্টি ছুটে যাচ্ছে
ইন্টারকমের দিকে । ন্রপেক্ষা করছে, এমিডিয়েট বস্ কখন ওকে
ডাকবেন । বিকেল চারটের পর হাতে কোনও কাজ রাখতে নিষেধ
করা হয়েছে তাকে, মাজও বস্-এর চেম্বারে ভিউটি দিতে হতে
পারে।
ওর এমিডিয়েট বস্ কর্ণেল আজমল হুদা, পাকিস্তান কাউন্টার
ইন্টেলিজেন্স-এর রিজিওনাল ন্ম্যাসিস্ট্যান্ট ভিরেক্টর | পাকিস্তানের
পাশ্তাবে জন্ম এই সুদর্শন ও সুপুরুষ অফিসারকে অত্যন্ত মার্ভিত
ও মিষ্টভাষী হিসাবে চেনে শারমিন ।
ছয় ফুট দু’ইঞ্চি লম্বা সে। গায়ের রঙ গাঢ় তামাটে ।
কাঠামোটা সুগঠিত পেশির সমষ্টি | টিয়াপাথির মত খাড়া লাক ।
চোখের শ্যেন দৃষ্টি ঠাণ্ডা ও অন্তর্ভেদী ।